কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৩,জানুয়ারি :: তৃণমূলের সংহতি মিছিল মানিকচকে। মানিকচক পেট্রোল পাম্প থেকে মানিকচক বাস স্ট্যান্ড পর্যন্ত এই সংহতি মিছিল হয়ে গেল সোমবার। মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এই সংহতি মিছিলের আয়োজন করা হয়। সংহতি মিছিলে পা মেলান মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সাবিত্রী মিত্র বলেন আমরা মানিকচকে আজ সংহতি মিছিল করলাম। বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে এই মিছিলে অংশগ্রহণ করেছে। শুধু রাজনৈতিক দলের কর্মীরা নয় সাধারণ মানুষরাও আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে।