নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: দর্শনার্থীদের সুবিধার্থে এক অভিনব উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস।মালদহের চাঁচল-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খোলা হলো দর্শনার্থী সহায়তা কেন্দ্র।রবিবার সন্ধ্যায় মহা সপ্তমীতে চাঁচলের নেতাজি মোড়ে সূচনা করেছেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।
তৃণমূল সূত্রে জানা গেছে,ওই সহায়তা কেন্দ্র থেকে দর্শনার্থীদের তেষ্টা মেটানো জন্য পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।এছাড়া আপতকালীনের জন্য ঔষধপত্রেরও সুব্যবস্থা রয়েছে।উল্লেখ্য,মহকুমা চাঁচল সদরে এবছর ১৭ টি দুর্গাপুজো মণ্ডপ রয়েছে।
গ্রাম থেকে বহু দর্শনার্থীরা চাঁচলে প্রতিমা দর্শনে আসেন।কার্যত সপ্তমী থেকে জনজোয়ার পড়ে যায় চাঁচল সদরে।দর্শনার্থীদের কথা মাথায় রেখে এই ভাবনা চাঁচল-১ ব্লক তৃণমূল কংগ্রেসের | মন্ডপের ভিতরে বিভিন্ন রকমের রঙের ছটায় ভরে উঠেছে যার কারণে দর্শনার্থীদের চতুর্থী থেকে ভিড় উপছে পড়েছে এই মন্ডপে। তার সাথে সাবেকিয়ানা প্রতিমা দর্শনার্থীদের মন আকৃষ্ট করেছে ।