তৃণমূলের ২১শে জুলাই শহীদ সমাবেশের জোরদার প্রচারাভিযান শুরু হয়ে গেল মালদাতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার,২জুলাই :: তৃণমূলের ২১শে জুলাই শহীদ সমাবেশের জোরদার প্রচারাভিযান শুরু হয়ে গেল মালদাতে । মঙ্গলবার সাত সকালে মালদা জেলা যুব তৃণমূলের উদ্যোগে এমনই প্রচারাভিযানের ছবি নজরে এল মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায়।আগামী ২১শে জুলাই কোলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে ধর্মতলা চলোর ডাক দিয়ে দেওয়াল লিখন করেন। দেওয়াল লিখনে হাত লাগান মালদা জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু সহ অন্যান্যরা।

এদিনের এই প্রচারাভিযানের জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস জানান, প্রতি বছরের মতো এবারও আগামী ২১শে জুলাই কোলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই শহীদ সমাবেশ সফল করতে তারা এখন থেকেই মালদায় প্রচারাভিযান শুরু করলেন। আশা করছেন গত বছরের চেয়ে এবছর আরও বেশি বেশি সংখ্যায় মানুষ ধর্মতলার শহীদ সমাবেশ কর্মসূচিতে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − three =