সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: বুধবার ২৮,জুন :: – অঞ্চল সভাপতিকে খুন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল দুষ্কৃতিরা। তাঁকে না পেয়ে তাঁর ছায়াসঙ্গী আলাউদ্দিন মোল্লাকে গুলি চালায় দুষ্কৃতিরা। যদিও তা লক্ষ্যভ্রষ্ট প্রাণে বাঁচেন তৃণমূল নেতা আলাউদ্দিন। ঘটনার খবর জানতে পেরে স্থানীয় গ্রামবাসীর বেরিয়ে আসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশও । অভিযুক্ত সাত জন দুষ্কৃতিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ও জনতা । এর মধ্যে একজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ গোসাবা ব্লকের পাঠানখালি পঞ্চায়েতের বটতলি এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে পাঠানখালি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা ব্লক নেতা ঝড়ো ওরফে সুবিদ আলি ঢালী। অভিযোগ তাঁকে চক্রান্ত করে খুন করার পরিকল্পনা করে দুষ্কৃতিরা। বাধ সাধে সুবিদ আলি ঢালীর ছায়াসঙ্গী আলাউদ্দিন। তাকে সরাতে না পারলে সভাপতিকে কিছু করা যাবেনা ।
এমত অবস্থায় অভিযুক্ত ইসলাম মোল্লা,ইব্রাহিম মোল্লা ,আবদুল আলীম মোল্লা,ইয়াকুব মোল্লা,সাহাজান মোল্লা, তসাইফুল মোল্লা ,শরিফুল মোল্লা,সাইফুল মোল্লা’রা বটতলি এলাকায় জড়ো হয়।এরপর আলাউদ্দিনের ঘরের খোলা জানালা দিয়ে গুলি চালায় তারা ।
দুষ্কৃতীদের অস্তিত্ব বুজতে পেরে মেঝেতে শুয়ে পড়ে কোন রকমে প্রাণে বাঁচেন তিনি । গুলির শব্দ শুনতে পেয়ে গ্রামের লোকজন বেরিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে গোসাবা থানার পুলিশও ।
গ্রামবাসীরা দুষ্কৃতিদের ধরে পুলিশে হাতে তুলে দেয়। যদিও মূল অভিযুক্ত ইসলাম মোল্লা ঘটনার পর থেকে পলাতক। এই ঘটনার ইতিমধ্যেই গোসাবা থানায় অভিযোগ দায়ের করেছেন আলাউদ্দিন মোল্লা।