নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৩১,মার্চ :: সরকারি জমি বিক্রি , অভিযোগ তৃনমূল আশ্রিত জমিমাফিয়াদের বিরুদ্ধে। সেই অভিযোগে সাউডাঙ্গি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপির কর্মী ও সমর্থকদের।
প্রসঙ্গত জানা গেছে,শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস ও সাহুডাঙ্গি রোড সংলগ্ন এলাকার সরকারি জমি ও অন্য ব্যাক্তি মালিকানাধীন জমি, জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে। এমনটাই অভিযোগ।
অভিযোগ তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে ,অভিযোগ সরকারি জমি বিক্রি করে দেওয়ার চক্রান্ত। সেই চক্রান্ত সামনে আসতেই বিজেপি কর্মীরা সেই জমি মাফিয়াদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় এনজেপি থানার পুলিশ।
পথ অবরোধের ফলে যানজট সৃষ্টি হয়। বিজেপি কর্মীদের সাথে কথা বলে প্রশাসন , আশ্বস্ত করে , পরবর্তীতে পথ অবরোধ তুলে নেয়।