নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ৩০,সেপ্টেম্বর :: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের যে ১০০ দিনের টাকা ও আবাস যোজনার টাকা সাধরনের উদ্দেশ্য বন্ধ করে রাখার প্রতিবাদে আগামী ২ তারিখ ও ৩ তারিখ
দিল্লির গান্ধী মূর্তির পাদদেশে যে আন্দোলনে ডাক দিয়েছিলেন তার যাতায়াত বাবদ হাওড়া থেকে যে ট্রেন দলীয়ভাবে নথিভুক্ত করা হয়েছিল তা বিজেপির চক্রান্ত স্বরূপ এবং ক্ষমতার অপব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে রুখে দেওয়ার চেষ্টায় ট্রেন বাতিল করে দেওয়ার প্রতিবাদে আজ চুঁচুড়া স্টেশনে বিক্ষোভ মিছিল করে তৃনমূল কংগ্রেস ।
নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূলের নেতা-নেত্রীরা এখান থেকে তারা পরিষ্কার জানান যে ট্রেন বন্ধ করে তাদের যাত্রাপথ দিল্লীর কর্মসূচি বন্ধ করা যাচ্ছে না যাবে না । চুঁচুড়া স্টেশনের বিভিন্ন এলাকা এই মিছিল নিয়ে ঘুরে বেড়ান নেতা নেত্রীরা।