নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া : ২৪শে,মার্চ :: তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে উত্তেজনা হাওড়ার ডোমজুড়ে। দলীয় সূত্রে খবর দিন কয়েক আগে ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্যাণ ঘোষের এক ঘনিষ্ঠ কর্মী সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। তার পাল্টা পোস্ট সমাজ মাধ্যমে করেন জগতবল্লভপুরের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ এক কর্মী।
সেই পোস্টে হাওড়া সদরের তৃণমূলের সভাপতি এবং ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের নাম না করে তাকে তোলাবাজ বলা হয়। এর পাশাপাশি তাকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়। এই ঘটনাকে ঘিরে দু পক্ষের মধ্যে চাপা উত্তেজনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমজুড় থানা থেকে কল্যাণ ঘোষ এর বিরুদ্ধে যিনি পোস্ট করেছিলেন তাকে থানায় ডাকা হয়।
সেখানে কল্যাণ ঘোষ এর অনুগামীরা তাকে ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। এরপরই সীতানাথ ঘোষের অনুগামীরা থানায় চলে আসেন। দু পক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং রাফ। পুলিশ দু পক্ষকে থানার সামনে থেকে সরিয়ে দেয়। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই এটাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ এবং ক্যামেরার সামনে কিছু বলতে অস্বীকার করে।