নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ০২,জানুয়ারী :: সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে সালানপুর ব্লকের রূপনারায়ানপুর হিন্দুস্তান কেবেলসের শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত করা হয় কর্মী সভার।
যেখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতা ভি.শিব দাসন দাসু।এদিন কর্মী সভায় বিধায়ক বিধান উপাধ্যায় কর্মীদের বার্তা দেন ২০২১ এর তুলনায় ২০২৬ এ জয়ের ব্যাবধান বাড়াতে হবে।
আগামী এক মাস ধরে পার্টির নতুন কর্মসূচি উন্নয়নের পাঁচালি নিয়ে মানুষের বাড়ি বাড়ি উন্নয়নের প্রচার করা হবে।তিনি নিজেও প্রতিটি বুথে উপস্থিত হবেন বলে জানান। তাছাড়া এদিন ভি.শিবদাসন দাসু এস আই আর নিয়ে বিস্তারিত আলোচনা করেন

