নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৫,জানুয়ারি :: মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা দুলাল সরকার ওরফে বাবলার খুনে পেছনে মাথার বড় হাত রয়েছে, বিস্ফোরক অভিযোগ মৃত তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলার স্ত্রী চৈতালী ঘোষ সরকারের।
মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার ওরফ বাবলাকে খুন হওয়ার পর সাধারণ মানুষরা আতঙ্কিত ব্যবসায়ী মহল আতঙ্কিত এ কথা জানান মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজদের জেলা সভাপতি উজ্জ্বল সাহা। বিগত দিনে মালদায় যত চুরি ছিনতাই খুন হয়েছে বিহারের যোগ পাওয়া গেছে।
তৃণমূল কাউন্সিলর খুনের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তবে এর পেছনে রাজনৈতিক কারণ থাকলেও থাকতে পারে। পুলিশ যে দুজনের নাম প্রকাশ্যে এনেছে ছবি এবং পুরস্কার ঘোষণা করে তারা মৃত দুলাল সরকার ওরফে বাবলার ওয়ার্ডেরই বাসিন্দা।
আমি বলব এই ক্ষেত্রে গোয়েন্দা দপ্তরের গাফিলতি তো অবশ্যই রয়েছে বললেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ।