তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙ্গায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ৮,আগস্ট :: তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙ্গা লতা পাতা গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি হাট সাউদের বস এলাকায়। মাথাভাঙ্গা লতা পাতা গ্রাম পঞ্চায়েত এর শালবাড়ি হাট সাউদের বস এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী দুলাল বিশ্বাস কে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

তৃণমূলের অভিযোগ গতকাল রাতে মাথাভাঙ্গা লতা পাতা গ্রাম পঞ্চায়েত এলাকার ৬২ নম্বর বুথে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীর বাড়িতে একটি প্রীতি ভোজের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে ওই তৃণমূল কংগ্রেস কর্মী বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও বাড়ি পৌঁছায়নি। রাস্তায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা।

তৃণমূলের দাবি বিজেপির দুষ্কৃতীরা খুন করেছে ওই তৃণমূল কর্মীকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। মৃত তৃণমূল কর্মীর মামা যুধিষ্ঠির বিশ্বাস বলেন, কিছু বিজেপি কর্মী গত তিন মাস আগে দুলাল বিশ্বাসকে প্রানে মারার হুমকি দিয়েছিল।

গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও সে বাড়ি পৌঁছায়নি। রাস্তায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আমাদের সন্দেহ যারা তাকে হুমকি দিয়েছে তারাই এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত।

যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী বলেন, দুলাল বিশ্বাস তাদের সক্রিয় কর্মী। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে। বিজেপির দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। বিজেপির মদতেই এই খুন হয়েছে।

অপরদিকে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 7 =