নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খেজুরি :: গত ৩ জানুয়ারি রাতে খেজুরি বিধানসভার পশ্চিম ভাঙ্গনবাড়ি এলাকা বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে। ঘটনাস্থলে গুরুতর জখম হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুজন তৃণমূল কর্মী অনুপ দাস (৩০) ও কঙ্কন করণ (৩৫) মৃত্যু হয়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী এখনও চিকিৎসাধীন রয়েছে একাধিক বেসরকারি হাসপাতালে৷
সেইমত তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় অবশেষে তদন্তের ভার নিতে চলেছে জাতীয় ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। খেজুরি থানা থেকে তদন্তভার নেবেন ওই সংস্থা বলে সূত্র মারফত জানা গিয়েছে৷
সেই মতো সকালে প্রতিনিধি দল ঘটনাস্থলে হাজির হন। গত কয়েকদিন ধরে বোমা বিস্ফোরণের ঘটনাস্থল খতিয়ে দেখেন আধিকারিকরা।