নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ১৩,মার্চ :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর দাসপাড়া এলাকায়,গতকাল রাতে
একটি কালীপুজোর অনুষ্ঠানে বেশ কয়েকজন বিজেপি আশ্রিত দলের কর্মী সমর্থকরা তারা গিয়ে ওই এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছোট্টু দাস ও ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য জয়প্রকাশ দাস কে মারধর করতে থাকে।
এলাকার বিজেপি নেতা
এরপর বিজেপি কর্মী ওই এলাকায় সুব্রত দাস তার পকেট থেকে আচমকা ছুরি বার করে প্রথমের ছোট্টু দাস কে মারতে গেলে,ছোট্টু দাস পালিয়ে যায়।এরপর জয়প্রকাশ দাস কে পেটে ছুরি মারে।
আহত অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।ইতিমধ্যেই এই ঘটনায় বসিরহাট থানায় একটি লিখিত অভিযোগ করে পানিতর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছোট্ট দাস।পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ প্রশাসন।