নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোবরডাঙ্গা :: শনিবার ১৭,জুন :: তৃণমূল নেতার উপরে অতর্কিত হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা আব্দুর রউফ মন্ডল।
গতকাল রাত ১১:২০ মিনিট নাগাদ একবার নয় তিন তিনবার শুট আউটের চেষ্টা, বেশ কিছুক্ষণ ধরে চলে দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তি, অবশেষে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্থানীয় সিপিআইএম আশ্রিত দুষ্কৃতী আরাবুল মন্ডল।
এই দুষ্কৃতীর নামে গোবরডাঙ্গা থানা সহ মিনাখা থানায় বিভিন্ন ধারায় মামলা চলছিল। কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পায় সে। জানা যায়, গতকাল গভীর রাতে দলীয় কর্মীদের নিয়ে মিটিং শেষে বাড়িতে ফেরেন তৃণমূল নেতা আব্দুর রউফ মন্ডল।
বাড়ির ঠিক গেটের সামনে আসতেই তার পেছনে এসে দাঁড়ায় একটি স্কুটি। সেই গাড়িতে ছিলো দুই দুষ্কৃতী। রউফ মণ্ডলকে লক্ষ্য করে এগিয়ে আসতে থাকে সামনের দিকে , হেলমেটের কাঁচ তুলে আচমকাই একের পর এক গুলি চালানোর চেষ্টা করে সে।
তবে ভাগ্যের জোরে বেঁচে যান রউফ মন্ডল। বন্দুক থেকে বেরয় না গুলি। পরবর্তীতে দুষ্কৃতীকে ধরার চেষ্টা করেন তিনি কিন্তু তাকে মাটিতে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
আব্দুর রউফ মন্ডল এর চিৎকার শুনে পাড়ার একটি ছেলে বেরিয়ে আসে। দুষ্কৃতীদের ধাওয়া করে। কিন্তু হাতে বন্দুক থাকায় ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে। সেই সুযোগে একটি গলির মধ্য থেকে মাঠের দিকে দৌড় লাগায় দুষ্কৃতীরা।
ঘটনাস্থলে ফেলে যায় তাদের স্কুটি। খবর দেওয়া হয় গোবরডাঙ্গা থানায়। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাস্থল থেকে আটক করে ফেলে যাওয়া স্কুটি। মূল অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। তবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত ঝনঝনিয়া এলাকার সাধারণ মানুষ।