নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তপন :: তপনের কাদমায় তৃণমূল নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রবিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে পাটক্ষেত থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়।
জানা যায় মৃত ব্যক্তির নাম আদেশ বর্মন (৫৫) । বাড়ি তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের কাদমা এলাকায়।স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তি তৃণমূল নেতা তথা তৃণমূলের বুথ সহ-সভাপতি।
আরও জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ব্যক্তি। অনেক খোঁজাখুঁজির পরও না পাওয়া গেলে শনিবার থানায় নিখোঁজের অভিযোগ জানানো হয়। এরপরেও খোঁজাখুঁজি চলতে থাকে। রবিবার আনুমানিক মধ্যরাত নাগাদ এলাকার পাট ক্ষেতে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পাওয়া যায়।খবর পেয়ে তপন থানার পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানান, মৃতদেহে বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন ছিল। খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।