নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: বাংলা এবং দুর্গাপুজোর ইতিহাস হাজার বছরের পুরোনো। কিন্তু পুজো উদ্বোধনে তৃণমূল নেতার দাবি মমতা ব্যানার্জি অনুদান দেওয়ার আগে না কি তেমন ভাবে পূজা হতো না। অনুদান দিচ্ছে বলেই পুজো হচ্ছে।আর এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলা রামকৃষ্ণ ফ্যান্স ক্লাব।
যে পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান। মহাষষ্ঠীর রাতে পুজোর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বুলবুল খান, আরেক জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন সহ তৃণমূল নেতৃত্ব।সেখানেই মঞ্চ থেকে বুলবুল খান দাবি করেন মমতা ব্যানার্জি দূর্গাপূজার অনুদান দিচ্ছে। তাই পূজা হচ্ছে। আগে এত পূজা হতো না।এই নিয়েই ফের বিতর্ক।
আবার বুলবুল খানের মন্তব্য কে যুক্তি দিয়ে সমর্থন করেছেন তৃণমূলের আরেক জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন। আর তৃণমূল নেতার এই মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করেছে বিজেপি।
বিজেপির দাবি এই অনুদান মানুষের ট্যাক্সের টাকায়। বাংলায় বহু বছর আগে থেকেই ঘটা করে দুর্গাপূজা হয়। এই ধরনের মন্তব্য মা দুর্গাকে অপমান। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।