তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পাশ হয়ে গেল বুধবার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২০,মার্চ :: তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পাশ হয়ে গেল বুধবার। এদিন শাসক-বিরোধী দুপক্ষের সর্বসম্মতিক্রমে ২২৪ কোটি টাকার বাজেট পাশ করা হয় হয় বলে জানা গেছে।

বাজেট পাশ মিটিং-এ হাজির ছিলেন জেলাপরিষদের অতিরিক্ত জেলাশাসক সেখ আনসার আহমেদ, মালদা জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, সহকারি সভাধিপতি রফিকুল হোসেন, জেলাপরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান সহ আরও অনেকেই।

এদিন তাদের সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পাশ করা হয়। এই প্রসঙ্গে জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ এবং সহকারি সভাধিপতি রফিকুল হোসেন জানান, গত বছর ১৯৮ কোটি টাকার বাজেট পাশ করা হয়েছিল।

এবছর শতাংশ বৃদ্ধি করে ২২৪ কোটি টাকার বাজেট পাশ হল। বাজেটে পরিকাঠামো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে জোর দিয়েছেন। আশা করছেন এই বাজেটের ফলে জেলাবাসী উপকৃত হবেন।

যদিও জেলাপরিষদের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, গত বছরে যে টাকার বাজেট পাশ করা হয়েছিল তা সবটা’ এখনও খরচ হয়নি।

এবছর নতুন করে বাজেট পাশ হল। কোন কোন ক্ষেত্রে অর্থবরাদ্দ হয়েছে তা এখনও সঠিকভাবে জানতে পারেন নি। ফলে এই বাজেটে সাধারণ মানুষের কতখানি উপকার হবে তা নিয়ে তিনি যথেষ্টই সন্দিহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 7 =