তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে শুরু হল ‘চলো গ্রামে যাই’।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তর দিনাজপুর :: তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে শুরু হল ‘চলো গ্রামে যাই’। উল্লেখ্য রাজ্যের তৃণমূল সরকার যেসব প্রকল্প চালু করেছে তার অধিকাংশই মহিলাদের সঙ্গে সম্পর্কিত। তাই তৃণমূলের মহিলা সংগঠন কেই কাজে লাগাতে চায় তৃণমূল দল।

সামনেই পঞ্চায়েত নির্বাচন তাই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে অন্যান্য যাবতীয় প্রকল্পগুলি নিয়ে প্রচারে নামবেন। এরই নাম দেওয়া হয়েছে ‘চলো গ্রামে যাই’। উত্তর দিনাজপুর জেলার তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চৈতালি ঘোষ এর উদ্যোগে মঙ্গলবার শুরু হল চলো গ্রামে যাই।

চৈতালি দেবী জেলার প্রতিটি ব্লকের মহিলা নেত্রীদের নির্দেশ দিয়েছেন মঙ্গলবার থেকেই গ্রামে গ্রামে যেতে। গ্রামের মহিলাদের কাছে গিয়ে অর্থাৎ প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের কাছে খোঁজ নিতে হবে তারা রূপশ্রী কন্যাশ্রী বা লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন কিনা। খোঁজ নিলে দেখা যাবে প্রতিটি বাড়িতেই কেউ না কেউ এইসব প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন।

যদি কেউ কোন প্রকল্প থেকে বঞ্চিত হয়ে থাকেন তবে তাকে পরামর্শ দিতে হবে দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান শিবিরে গিয়ে যোগাযোগ করতে। এই জনসংযোগের ফলে তৃণমূলের উপরে যেমন ফিরে আসবে আস্থা এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে সমর্থন পাবে তৃণমূল কংগ্রেস।। এমনটাই আশা করে তৃণমূলের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *