নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শনিবার ১৩,ডিসেম্বর :: পূর্ব বর্ধমানের মেমারির নতুন বাসস্ট্যান্ড এলাকায় সিপিআইএম-এর ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জী এবং ঐশী ঘোষ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে লুটের রাজত্ব চলছে। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকেও সুযোগ করে দিয়েছে তৃণমূল। আসলে রাজ্যের মানুষকে বিজেপির দিকে ঠেলে দেওয়ার সিঁড়ি হিসেবে কাজ করছে তৃণমূল”।
সিপিআইএম সূত্রে জানা যায়, রাজ্যের ১১টি জেলা ঘুরে প্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর উত্তর ২৪ পরগনার কামারহাটিতে আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যাত্রার সমাপ্তি সমাবেশ।

