নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: কখনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কখনো আবার প্রধানমন্ত্রীকে নিয়ে একাধিক মন্তব্যে সরব হয়েছিল নদীয়ার কৃষ্ণনগর লোকসভার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিছুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে নিয়ে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত এমনটাই মন্তব্য করেছিল মহুয়া মৈত্র।
এবার তারই প্রতিবাদে নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার সামনে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ করে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির দাবি, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে মহুয়া মৈত্র, তার একের পর এক মন্তব্যে মানুষের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
একজন সংসদ হয়ে কিভাবে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে পারে। অবিলম্বে প্রশাসনকে এর ব্যবস্থা নিতে হবে, না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।