তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু নিয়ে চিকিৎসা পরিষেবা ও চিকিৎসকের গাফিলতির বিরুদ্ধে এবারে সরব খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ১৩,আগস্ট :: তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু নিয়ে চিকিৎসা পরিষেবা ও চিকিৎসকের গাফিলতির বিরুদ্ধে এবারে সরব খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

শোকজ করা হল কর্তব্যরত চিকিৎসক হাসান সুবিদকে। একইসাথে আশঙ্কাজনক অবস্থায় থাকা ছোট্ট ওই স্কুল ছাত্রকে ওইদিন কেন দ্রুততার সাথে সিসিইউতে স্থানান্তরিত করা হয়নি তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও রিপোর্ট চেয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

মঙ্গলবার হাসপাতাল পরিদর্শন করে ওই স্কুল ছাত্রের মৃত্যু নিয়ে বালুরঘাট হাসপাতাল কতৃপক্ষের কাছে এমনই একগুচ্ছ প্রশ্নের জবাব চেয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারীক সুদীপ দাস। শুধু তাই নয়, ওইদিন কর্তব্যরত চিকিৎসকের যে গাফিলতি রয়েছে তাও কার্যত স্বীকার করেছেন তিনি। তবে এনিয়ে একটি তদন্ত কমিটি গঠন তার পুর্নাঙ্গ রিপোর্ট রাজ্যে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =