নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বৈদ্যবাটী :: বুধবার ৯,এপ্রিল :: চেয়ারম্যানের দাবি ওয়ার্ডে সময় দেয় না কাউন্সিলার । ২৩ টা ওয়ার্ডের মানুষকে নিয়ে ঘেরাও করবে বলছে। নিজের ওয়ার্ডে থাকে না। আবার ঘেরাও করবে বলছে আমার জানা নেই।
স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন বলেন নতুন কাউন্সিলর হয়েছে। এই বিষয়ে অভিজ্ঞতা কম। হুগলির বৈদ্যবাটী পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের রাস্তা, নিকাশি, জলের পাইপ লাইনের কাজ সঠিক ভাবে হচ্ছে না বলে অভিযোগ শাসক দলের কাউন্সিলার হরিপদ পালের।
পৌরসভা ঘেরাও অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি। তার অভিযোগ রাস্তা বেহাল অবস্থা, পাইপ লাইন রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাওয়ার ফলে সামান্য বৃষ্টি হলে এলাকায় জল জমবে। একাধিক সমস্যা নিয়ে চেয়ারম্যানকে জানানোর পরেও কোন কাজ হয়নি। সাধারণ মানুষকে কি জবাব দেবো বলছেন কাউন্সিলার ।