নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ৫,নভেম্বর :: তৃনমূল অঞ্চল চেয়ারম্যানের ও বি এল এ ২ বাড়ি থেকে Sir ফর্ম বিলি করার অভিযোগ বি এল ও র বিরুদ্ধে । ঘটনা টি ঘটেছে নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত অন্দরান ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান আশার আলীর বাড়িতে ।
অভিযোগ BLO এর উপস্থিতিতে SIR এর ফর্ম বিলি করা হচ্ছে সাধারণ মানুষকে। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল বাড়ি বাড়ি গিয়ে BLO র ফরম দেবে সাধারণ মানুষকে কি কারনে তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যানের বাড়ি থেকে ফর্ম বিল করা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
যদিও এলাকার অঞ্চল চেয়ারম্যান বলছে বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দেওয়া হয়েছে, শুধুমাত্র ফর্ম ফিলাপ করার জন্য চেয়ার নিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে।

