তৃনমূল ছেড়ে মালদায় এক হাজার সদস্যের কংগ্রেসে যোগদান

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৩,জুন :: পঞ্চায়েত ভোটের নমিনেশন প্রক্রিয়া শেষ হতেই মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলে ভাঙন অব্যাহত।বিদায়ী জেলা পরিষদের সদ্যসা মমতাজ বেগমের কংগ্রেসে যোগদানের পর এবার যোগদান করলেন তৃনমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক,ব্লক সম্পাদক ও বুথ সভাপতি সহ হাজারেরও বেশি নেতা কর্মী।

জানা যায়,শুক্রবার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের উত্তর তালসুর গ্রামে কংগ্রেস এক যোগদান সভার আয়োজন করেন। ওই যোগদান সভায় রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য মোস্তাক আলমের হাত ধরে জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন ব্লক সভাপতি মহম্মদ হজরত আলী |

ব্লক সম্পাদক পবন পাশওয়ান ও বুথ সভাপতি আব্দুল হান্নান সহ প্রায় এক হাজারেরও বেশি শাসকদলের নেতা কর্মী কংগ্রেসে যোগদান করেন বলে খবর।

এর ফলে স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটের আগে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কংগ্রেসের শক্তি বৃদ্ধি হল।যদিও তা মানতে রাজি নন তৃণমূল কংগ্রেস।তবে কংগ্রেসের দাবি‌,‘তৃণমূল এখন ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে।’কংগ্রেসে যোগ দিয়েই তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =