দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: শহরের মানুষ সর্স্পূন্য মুখ ফিরিয়ে নিলো। অাজ সায়ন্তিকা ব্যানাজির রোড শোতে সাকুল্যে ৩০০জন মানুষ।তৃনমূল জেলা কমিটির ৫০ জন সদস্য শহর থেকে ৫০ জন লোক ও বার করতে পারেন নি সায়ন্তিকা ব্যানর্জ্জির রোড শো তে। শেষে গ্রাম থেকে শ তিনেক লোক এনে রোডশো শেষ করা হয়।
আজ ঝাড়গ্রামে ১৮জন পার্থীর সমর্থনে রবীন্দ্রপার্ক থেকে বেনেগেড়িয়া কালি মন্দির পর্যন্ত মিছিল হয়। অথচ যাদের জন্য এই রোড শো সেই পার্থীদের অধিকাংশই এই রোড শো তে উপস্থিত ছিলনা। শুধু তাই নয় দীর্ঘ এই রাস্তায় শহরের লোক একদমই ছিলোনা।
গ্রাম থেকে আসা সমর্থক রা জানান তারা বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু লোক নিয়ে শহরে এসেছেন ভোটের সমর্থনে মিছিল করতে। নমিনেশন এর দিন একই রকম ভাবে বাইরে থেকে লোক এনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী করা হয়েছিলো। আজকের মিছিলের চিত্র ও ছিলো চরম বিশৃঙ্খল।
মিছিল দেখে সায়ন্তিকাও হতাশ। তবে বিষয়টা এড়িয়ে গেছেন তিনি। জেলা সভাপতি দেবনাথ হাঁসদা জানান জনপ্রিয় নায়িকা তাই তাকে দেখতে বাইরে থেকে লোক এসেছিলো। বিরোধী দের বক্তব্য এটা নতুন নয়। এটাই ওনারা করেন নমিনেশন এর দিন ও করেছিলেন। ওনাদের সমর্থনে শহরের মানুষ নেই।
আজ ফের শহরের বাইরে থেকে লোক এনে বিশৃঙ্খল মিছিলে খুব্ধ এলাকা বাসী। শহরের মানুষ মুখ ফিরিয়ে নেওয়ায় আশঙ্কায় তৃনমূল নেতৃত্ব। তবে মুখে কিছু বলতে চাইলেন না তারা।