নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: মঙ্গলবার ২৬,আগস্ট :: মল্লারপুরের বিসিয়াতে বোমা মেরে খুন তৃণমূল নেতাকে, তারপরেই রাজনৈতিক উত্তেজনা এলাকা জুড়ে। ঘটনাটি ১৯ জুলাই সন্ধ্যাবেলা বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামে। তৃণমূল নেতা বাইতুল্লা শেখকে পরপর তিনটি বোমা মেরে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা।
এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা।এই খুনের ঘটনার তদন্তে নেমে মল্লারপুর থানার পুলিশ মূল অভিযুক্ত সাগর শেখকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাইতুল্লা শেখকে হত্যার পর সাগর শেখ বিহারের যোগবানী এলাকায় আত্মগোপন করে এবং সেখান থেকে নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল সে।
তবে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নেপাল সীমান্তের কাছে ওত পেতে ছিল এবং ঠিক সময়ে তৎপর হয়ে নেপালে প্রবেশের আগেই সাগর শেখকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ।পরবর্তীতে আবারো অসীম শেখ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ।
পুলিশসূত্রে জানাযায় রাতে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ । তবে অসীম শেখের দাবি “সন্দেহের বসে তাকে ধরা হয়েছে।”