তৃনমূল ৩১ বাম এক, চন্দননগরে জয়জয়কার তৃণমূলের, বিজেপিকে পিছনে ফেলে বামেরা ২য়!

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: বিধাননগর শিলিগুড়ি, আসানসোলের মত চন্দননগরেও তৃণমূলের জয়জয়কার। সকাল সওয়া ১০টা পর্যন্ত প্রথম দফার গণনা শেষে ৩২টির মধ্যে ‍3৩১টি আসন দখল তৃণমূলের। বাকি একটি আসনে জয়লাভ করেছে সিপিএম।

বিজেপি প্রার্থী প্রয়াত হওয়ায় ১৭নম্বর ওয়ার্ডে আপাতত নির্বাচন হয়নি। ২০টি আসনে গণনা শেষে ১৯টিতেই জয়লাভ করেছে তৃণমূল। চন্দননগরের ১৬নম্বরে ওয়ার্ডে সিপিএম প্রার্থী অভিজিৎ সেন জয়লাভ করেছে।

২য় দফায় চন্দননগরের ২২থেকে ৩৩ নম্বর অর্থাৎ শেষ ১২টি আসনে গননা হবে। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে চন্দননগরে গণনা শেষ হওয়া সবকটি আসনেই বিজেপিকে তৃতীয় স্থানে ঠেলে ২নম্বরে উঠে এসেছে বামেরা। সেই হিসাবে চন্দননগরে উজ্জীবিত বামেরা।

বামেদের উত্থানের আভাস ভোটের আগের সমীক্ষাতেই মিলছিলো। সেই সমীক্ষাই সত্যি করে রাজ্য-রাজনীতিতে নতুন ধারা শুরু হতে চলেছে বলে বিশেষজ্ঞদের মত। বামেরাও ২য় স্থানে উঠে আসায় খুশি প্রকাশ করছেন।

সর্বশেষ সংবাদ :এই মাত্র খবর পাওয়া গেল ৩২ টি আসনের মধ্যে তৃনমূল ছিনিয়ে নিল ৩১ টি আসন আর বিরোধী পক্ষ হিসাবে সিপিএম একটি আসন পেয়ে ভোট যুধ্হে দ্বিতীয় স্থানে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + ten =