নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শুক্রবার ১৫,আগস্ট :: আজ ১৫ই আগস্ট—গর্ব ও আবেগে ভরা ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই ঐতিহাসিক দিনে, শতাব্দীর পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে স্বাধীনতার স্বপ্ন পূরণ করেছিল আমাদের ভারতবর্ষ। অসংখ্য আত্মত্যাগ, রক্ত ও অশ্রুর বিনিময়ে এসেছিল এই স্বাধীনতার ভোর।
নেতাজি সুভাষচন্দ্র বসুর অদম্য সাহস, জাতির জনক মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন, পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্ব, বিনয়-বাদল-দীনেশের আত্মবিসর্জন, ভগত সিং-এর অগ্নিময় দেশপ্রেম—এবং আরও অগণিত স্বাধীনতা সংগ্রামীর ত্যাগেই আজ আমরা শ্বাস নিচ্ছি স্বাধীন আকাশের নিচে।
এই বিশেষ দিনে মাথাভাঙ্গা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং জেলা সভাপতি অভিজিৎ বর্মনের নেতৃত্বে আয়োজিত হয় এক বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা। দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন।
তেরঙ্গার রঙে রঙিন শোভাযাত্রাটি মাথাভাঙ্গা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাতাসে ছড়িয়ে দিয়েছে দেশাত্মবোধের সুবাস, আর মানুষের হৃদয়ে জাগিয়ে তুলেছে স্বাধীনতার গৌরবগাথা।
শোভাযাত্রা শেষে বিজেপির এক কর্মকর্তা জানান এটি শুধু একটি তারিখ নয় এটি আমাদের গর্ব। শুধু শোভাযাত্রা নয় আমরা একসাথে মিলিত হয়ে শপথ নিয়েছি ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে জাতিবিদ্বেষ ভুলে এক নতুন ভারত সৃষ্টি করার।