নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ১৩ জন রোহিঙ্গা জম্মু থেকে দুটি দলে ভাগ হয়ে শুক্রবার সন্ধ্যায় এসে পৌঁছায় নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখানেই তারা অপেক্ষা করছিল অসমগামী ট্রেনে উঠার জন্য তাদের দেখে সন্দেহ হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিআরপিএফ আধিকারিকরা ।আগামীকাল তাদের জলপাইগুড়ি কোর্টে তুলবে এনজেপি জিআরপি ।গত একমাসে এ নিয়ে বত্রিশ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করল পুলিশ
জানা গেছে শিশু সহ মোট ১৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করল এনজেপি জিআরপি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেড়েছে তাদের উদ্দেশ্য ছিল অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার। এই ১৩ জনের দলে রয়েছে ৪-৬ বছরের ছটি শিশু, দুজন মহিলা ও পাঁচজন পুরুষ।