সুদেষ্ণা মন্ডল / সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: রবিবার ৩,ডিসেম্বর :: সামনেই ২৪ হাইভোল্টেজ লোকসভা নির্বাচন, রীতিমতো ফাইনাল ম্যাচ। বিজেপির সাথে টক্কর দিতে রীতিমত কোমর বেঁধে নেমে পড়েছে ইন্ডিয়া জোট। রণক্ষেত্রের দামামা বেজে গেছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি জায়গা ছেড়ে দিতে রাজি নয়। আজ ছিল চার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ।
পাখির চোখের মত সবাই এই নির্বাচন ফলাফল ঘোষণার উপর তাকিয়ে ছিলেন। যাকে একধারে সেমিফাইনাল ম্যাচও বলা যেতে পারে। অভাবনীয় সাফল্য বিজেপির, আশাতীত সাফল্য লাভ করেছে বিজেপি। তেলেঙ্গানা বাদ দিয়ে বাকি তিন রাজ্যের নির্বাচন ফলাফলে দুর্দান্ত ফল করেছে বিজেপি। ফাইনাল ম্যাচের আগে তাদের খালি অক্সিজেন সিলিন্ডার আবার পরিপূর্ণ ।
মধ্যপ্রদেশে ১২৫টি আসন পেয়েছে বিজেপি অপরদিকে কংগ্রেস পেয়েছে ৬৭ টি আসন। রাজস্থানে বিজেপি পেয়েছে ১১৩ টি আসন, কংগ্রেস পেয়েছে ৭০ টি আসন। তেলেঙ্গানায় কংগ্রেসের ফলাফল ভালো এখানে বিজেপি কংগ্রেসের কাছে হেরে গেছে। কংগ্রেস পেয়েছে ৬৩টি আসন বিজেপি পেয়েছে মাত্র ৮ টি আসন।
ছত্রিশগড়েও দুর্দান্ত ফল বিজেপির পেয়েছে ৫৫ টি আসন অপরদিকে কংগ্রেস পেয়েছে ৩২ টি আসন। এই জয় আগামী লোকসভা নির্বাচনে বিজেপির মেরুদন্ড আরো শক্ত করে দিল। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল যে ভালো হতে চলেছে সেই বিষয়ে ইঙ্গিত মিলল এই বিধানসভা নির্বাচন ফলাফলের পর।
ইন্ডিয়া জোটকে ভালো ফল করতে হলে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে তবে বিজেপি বর্তমানে যে জায়গায় রয়েছে তাদেরকে হারানো ইন্ডিয়া জোটের পক্ষে মোটেও সহজ হবে না বলা যেতেই পারে।