সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১১,মার্চ :: তৈরি হচ্ছে আবির, শিলিগুড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় । জায়গাটার নাম ছোট ফাপরি। রংবেরঙের আবির তৈরি হচ্ছে কারখানায়। সামান্য ক’দিনের অপেক্ষা তারপরেই রয়েছে দোল উৎসব।
এই কারখানার কর্মীরা জানাচ্ছেন সময় হাতে আর বেশি নেই সেজন্য ব্যস্ততা তুঙ্গে। প্রতিদিন সকালে চলে আসেন কাজে বিকেল পাঁচটার পরে ছুটি হয়। আড়াই মাস ধরে চলছে আবির তৈরির কাজ। এখান থেকে প্রস্তুত আবির শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় পৌঁছে যায়।