সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: ৯ই,মার্চ :: তোলাবাজির টাকা চেয়ে না পাওয়ায় ব্যবসায়ীদের হুমকি ও বাজার করার সময় বাজার কমিটির সম্পাদক আব্দুল্লা পুরকাইত কে মারধর করার ঘটনা ঘটল বারুইপুর থানা এলাকার সুর্যপুর হাট এলাকায় ।ঘটনায় অভিযুক্ত এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতি। এর প্রতিবাদে বারুইপুর কুলপি রোড অবরোধ করেন ব্যবসায়ীরা।
দোকান বন্ধ রাখা হয়, ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এক দুষ্কৃতিকে পুলিশ ধরলে ব্যবসায়ীরা তাকে মারার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এলাকায় যায় বারুইপুর এস ডি পি ও অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করতে হয় পুলিশকে, ব্যাবসায়ীদের সরিয়ে দেওয়া হয় এলাকা থেকে। এক ব্যবসায়ী রবিউল লস্কর বলেন ,প্রায় সময় দুষ্কৃতীরা হাটে এসে ব্যবসায়ীদের কাছ থেকে তোলার টাকা চায় তোলার টাকা না দেওয়ায় ব্যবসায়ীদের বেধড়ক মারধর করে।
আজও তার ব্যতিক্রম হয়নি প্রতিদিনের মতনই কয়েকজন দুষ্কৃতি তার দলবল নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চায় । ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকার করলে বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ঝামেলা শুরু হয় দুষ্কৃতীদের ।এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। প্রায় সময় দুষ্কৃতীদের কারণে ব্যবসা করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।
তোলার টাকা না দেওয়া য় দুষ্কৃতীরা ব্যবসায়ীদের ওপর মারধর করে। আমরা চাই পুলিশ প্রশাসন অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিক।