নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ১৫,জানুয়ারি :: তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ালো এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে ডোমজুড় থানা এলাকার বাঁকড়া করাতকালে খাঁ পাড়ায় বাবলু, পাপ্পু, জাবেদ, সাঈদ, ইমরানসহ বেশ কয়েকজন তোলাবাজ এলাকার মানুষের কাছ থেকে তোলা তোলে। গত মাস খানেক আগে দানেশ,বাবলু,শাহরুখের মধ্যে একটা অশান্তি হয়।
মঙ্গলবার রাতে হঠাৎই ওই তোলাবাজ এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা চেয়ে অশান্তি ও মারধোর শুরু করে।চিৎকার চেঁচামেমিতে এলাকার লোকজন ছুটে আসে এবং তোলাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে ওই এলাকায় নিয়মিত তোলাবাজি বেড়ে গিয়েছে বলে এলাকার লোকজনের অভিযোগ।