ত্রাণ না পাওয়া ,পদ্মা নদীর সংস্কার ও ফসলের ক্ষতিপূরণ এর দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ২০,অক্টোবর :: ত্রাণ না পাওয়া, পদ্মা নদীর সংস্কার ও ফসলের ক্ষতিপূরণ এর দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বন্যা কবলিত অসহায় মানুষজন । উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়ার ব্লকের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের খাজরা , রায়পুর, কানুপুর এলাকার ঘটনা ।

বাদুড়িয়ার বাগজোলা পঞ্চায়েতের , খাজরা, রায়পুর, কনুপুর সহ বিস্তীর্ণ এলাকা দীর্ঘ দেড় মাস ধরে জলবন্দী অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে জল , এলাকায় কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর সমান জল , কয়েক হাজার বিঘা ফসলের জমি জলের তলায় , বিভিন্ন ফসলের প্রচুর ক্ষতি ।এতদিন ধরে এলাকার মানুষ জলবন্দী হয়ে রয়েছে কিন্তু কোন প্রশাসনিক কর্তা বা পঞ্চায়েত , বিডিও অফিস থেকে কেউই এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছে না বা কোনরকম ত্রাণ দিচ্ছে না বলে অভিযোগ । তাই এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ।

তাদের দাবি অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করতে হবে এবং পদ্মা নদীর সংস্কার করতে হবে । পদ্মা নদী সংস্কার করলেই এই সমস্যা থেকে রেহাই পাবে এলাকার মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 3 =