নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৩০,সেপ্টেম্বর :: ফুলাহার নদীতে বাড়ছে জল।তাই নদী তীরবর্তী গ্রাম গুলোর মধ্যে ঢুকেছে জল,জলবন্ধি হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ। সেই বন্যা কবলিত এলাকায় নৌকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন,
সাথে ছিলেন হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল,হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মহ: মনিরুল আলম,কুমেদপুর ফাঁড়ির ওসি কাজল ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিক ও জন প্রতিনিধিগণ।
আজকে বন্যা কবলিত ২৫০ টি পরিবারের হাতে পলিথিন,চাল, চিড়ে,গুর ও কিছু বস্ত্র তুলে দেওয়া হয় বলে ব্লক প্রসাশন সূত্রে খবর ।
প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন কেন্দ্র সরকার আমাদের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় জল ছেড়ে দিয়েছে, যার জন্য এখন জলে ভাসছে বেশ কয়েকটি জেলা। কেন্দ্র সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সবসময় বঞ্চনা করে রাখছে।তবে পশ্চিমবঙ্গের সেচ দপ্তর তৎপর রয়েছে।