সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গর :: ত্রিকোণ প্রেমের জেরে গৃহবধুকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। নিহতের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল সাতসকালে। ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ ২৪ পরগণা ভাঙড় এর পোলেরহাটে। মৃত গৃহবধূর নাম মরিয়ম বিবি (৩৫)।
প্রায় ১৫ বছর আগে শাকশহর গ্রামে বিয়ে করেছিলেন পোলেরহাটের বাসিন্দা আরশেদ আলি মোল্লা। দুই কন্যা সন্তান এবং এক পুত্র সন্তান নিয়ে দিব্যি সংসার চলছিল।
কিন্তু আরশেদ আলি মোল্লা অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই ঘটনা মরিয়ম বিবি জানতে পারে। এই নিয়ে প্রায় অশান্তি হতো নিজেদের মধ্যে। এদিন সকালে মরিয়ম বিবি উঠছে না দেখে তাঁর ছেলেমেয়েরা ডাকতে যায়। কিন্তু কোনও সাড়া না মেলায় প্রতিবেশীদের ডেকে আনে।
অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক আরশেদ আলি মোল্লা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরশেদ আলির প্রেমিকাকে স্থানীয় বাসিন্দারা ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।