ত্রিবেণী কুম্ভমেলায় হল শাহি স্নান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ত্রিবেনী :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: মঙ্গলবার থেকে ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে কুম্ভ মেলা যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত l আজকের বিশেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুরা স্নান করেন ত্রিবেণীর সপ্তর্ষি ঘটে l

পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরাও স্নান করেন l এই উপলক্ষে ত্রিবেণী শিবপুর স্পোটিং ক্লাবের ফুটবল মাঠে সাধুদের উপস্থিতিতে শুরু হয়েছে মেলা । বিশেষজ্ঞ কর্তৃপক্ষের দাবি ৭০০ বছরের প্রাচীন এই মেলা এতদিন বন্ধ থাকলেও,গত চার বছর আগে নতুন ভাবে শুরু হয় l শাহি স্নান করে খুশি সাধু এবং অন্যান্য পুন্যার্থীরা l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =