নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: বৃহস্পতিবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার ভেতরে বিস্ফোরণে কেঁপে উঠলো। বিস্ফোরণের ফলে একজন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও কর্তব্যরত পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার। মৃত সিভিক ভলেন্টিয়ার গোপাল মান্না (৩৫)। তার বাড়ী পাঁশকুড়া থানার হাউর গ্রামে।
জানাগেছে, বৃহস্পতিবার বিকাল ৪ টা নাগাদ পাঁশকুড়া থানার কয়েক মিটার দূরে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। একাধিক বাইক ভস্মীভূত হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় একজন সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার ফেসিলিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিভিক ভলেন্টিয়ার গোপাল মান্নার মৃত্যু হয়।
সূএ মারফত জানাগেছে, পাঁশকুড়া থানা এলাকায় দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ বাজি উদ্ধার করে মজুদ করে রাখা হয়েছিল থানার গোডাউনে। বৃহস্পতিবার পাশেই রোদে শুকানো হচ্ছিল। সেখান থেকেই এমন বিস্ফোরণ বলে এমনটাই দাবি পাঁশকুড়া থানার পুলিশের