নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ২১,জুলাই :: বাঁকুড়া জেলার সামাজিক সংগঠন ধুলামাটির পক্ষ থেকে আজ ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত রক্ত সংকট মেটাতে ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন ধুলামাটি সংগঠনের কর্ণধার প্রশান্ত চৌধুরী।আজ বাঁকুড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ৩৭ জন রক্তদাতা রক্ত দান করেন। সংগঠনের সদস্য, বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষজন মিলে আজকের এই রক্তদান শিবির কে সাফল্যমন্ডিত করে তোলেন।
রক্তদান শিবিরে অংশগ্রহণ করা সকল রক্তদাতাদের হাতে সার্টিফিকেট, মেডেল ও গাছের চারা তুলে দেওয়া হয় ধুলামাটি সংগঠনের তরফ থেকে।