নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আসানসোল হইতে বাঁকুড়া ভায়া রানীগঞ্জ,মেজিয়া এবং কালিপাহাড়ি হইতে কল্যানেশ্বরী ভায়া সালানপুর,
দেন্দুয়া দুটি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক এস পোন্নাবলাম সহ আরো অনেকে।শুক্রবার এই দুটি বাসের শুভ উদ্বোধন করা হয় আনুষ্ঠানিক ভাবে।