নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দক্ষিনেশ্বর :: সম্প্রতি নৈহাটি ও টিটাগড় এলাকায় রেল বস্তিতে উচ্ছেদ করতে অর্পিয়েফ বাহিনী এলে তাদের প্রবল বাধা ও প্রতিরোধের সন্মুখীন হতে হয় । এর মধ্যে ঢুকে পড়ে রাজনীতি । নৈহাটি পুর সভার প্রসাশক নিজে এসে রুখে দাঁড়ান । তাদের দাবি পুনর্বাসন দিতে হবে । অবশেষে বাধার সামনে পিছু হটতে বাধ্য হয় রেল পুলিশ ।
একই ভাবে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন রেল বস্তিতে রেলের তরফ থেকে বস্তি উচ্ছেদ করতে আসেন রেলের আরপিএফ অফিসারেরা, বস্তি উচ্ছেদ কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকাজুড়ে। এই রেল বস্তি তে মোট ৫০০ পরিবারের বসবাস । সমস্তই স্থানীয় এলাকার মানুষজন ।
তাদের দাবি তাদের পুনর্বাসন না দেওয়া হলে তারা কোনোভাবেই এই রেল বস্তি উচ্ছেদ করতে দেবে না ।খবর পাওয়া পর্যন্ত অবরোধকারীদের সাথে আলোচনা চলছে ।