দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বঙ্গ তনয়া রিচার মাস্টারক্লাস ইনিংস — ব্যর্থ মহাতারকাদের সামনে ত্রাতা রিচা ঘোষ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: দক্ষিণ আফ্রিকার মাটিতে ফের একবার নজর কাড়লেন বাংলার মেয়ে রিচা ঘোষ। টপ অর্ডারের ব্যর্থতার মাঝেও একাই দাঁড়িয়ে দিলেন মাস্টারক্লাস ইনিংস। দলের বিপর্যয়ের মুহূর্তে রিচার ব্যাটে ভর করে লড়াইয়ে ফেরে ভারতীয় মহিলা দল।

                                                                                                 ফাইল চিত্র

প্রথম দিকে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা ব্যর্থ হলেও রিচা দৃঢ়তা ও আত্মবিশ্বাসে সাজান নিজের ইনিংস। একের পর এক নিখুঁত কভার ড্রাইভ ও শক্তিশালী পুল শটে মাতিয়ে দেন দর্শকদের। তাঁর অর্ধশতরান আসে মাত্র ৪৩ বলে, এরপর গতি বাড়িয়ে নেন তিনি। শেষ পর্যন্ত ৭২ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন লড়াকু স্কোরে।

বিশ্লেষকদের মতে, রিচার এই ইনিংস শুধু দলের রক্ষা নয়, বরং ভারতীয় ব্যাটিং অর্ডারে তাঁর অপরিহার্যতা আরও একবার প্রমাণ করল। দর্শক ও ক্রিকেট মহলের মুখে একটাই কথা — “যেখানে সবাই ব্যর্থ, সেখানেই ত্রাতা রিচা ঘোষ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + fourteen =