নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাঁচল :: দক্ষিণ কলকাতার পর এবার মালদহের চাঁচলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার। আগামী ৬ মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে ‘নতুন তৃণমূল কংগ্রেস’ । চাঁচলে দেখা গেলো অভিষেকের ছবি-সম্বলিত এই রহস্যময় পোস্টার।
চাঁচল শহরের দু একটি জায়গার পাশাপাশি এই পোস্টার লাগানো রয়েছে চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষের অস্থায়ী বাসভবনেও। আর যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ঘোর গুঞ্জন। সর্বনাশের প্রভাত ফেরি বলে কটাক্ষ বিজেপি ও কংগ্রেসের।
মালদা উত্তরের বিজেপির সাংসদ খগেন মুর্মু বলেন, রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলের ভাঙ্গন। যার উদাহরণ চাঁচল। দলের নাম বদনাম করার চেষ্টা বিরোধীদের। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের। চাঁচোলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ বলেন, দলের কেউ এই কাজ করবে না। এটা বিরোধীদের চক্রান্ত। আমি চাঁচল থানার পুলিশকে বলেছি বিষয়টি খতিয়ে দেখতে।
ক’দিন আগেই দক্ষিন কলকাতার হাজরা সহ ছেয়েছে অভিষেকের নতুন তৃণমূল গঠনের ঘোষণা সংবলিত হোর্ডিংয়ে। এবার সেই হোর্ডিংয়ের দেখা মিলল মালদার চাঁচলে। চাঁচল সদর তো বটেই, এই পোস্টার লাগানো হয়েছে খোদ স্থানীয় তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের অস্থায়ী বাসভবনেও।