দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের বড় ঘোষণা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষামূলক ভ্রমণে ছাত্রছাত্রীরা বিনা পয়সাতেই জেলা মিউজিয়ামে ঢুকতে পারবে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: ১৮,মে :: আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের বড় ঘোষণা এখন থেকে মিউজিয়ামের সংগ্রহ দেখতে কোন টাকা দিতে হবে না ছাত্র-ছাত্রীদের। সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষামূলক ভ্রমণে ছাত্রছাত্রীরা বিনা পয়সাতেই জেলা মিউজিয়ামে ঢুকতে পারবে।

জেলাশাসক বিজিন কৃষ্ণার এই ঘোষণার পরেই খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে বালুরঘাট জেলা মিউজিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করে মিউজিয়াম কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বীজিন কৃষ্ণ, মহকুমা শাসক সুমন দাসগুপ্ত, জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। জেলার বিভিন্ন ব্লকে গঙ্গারামপুর, কুশমন্ডি, তপন এবং কুমারগঞ্জ এলাকায় মাঝে মাঝেই পুকুর ও মাটির নিচে থেকে পাথরের মূর্তি উদ্ধার হয়। বিভিন্ন থানাতেও মূর্তি পড়ে রয়েছে অনেক। বালুরঘাট শহরের থানা মোড় এলাকায় অবিভক্ত দিনাজপুরের জেল কে রূপান্তরিত করা হয়েছে মিউজিয়ামে।

সেখানে রাখা হয়েছে বিভিন্ন মূর্তি। আরো উন্নয়নের কাজ চলছে মিউজিয়ামে। ফলে বিভিন্ন থানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মূর্তিগুলো আগামী দিনে আনা হবে বালুরঘাট মিউজিয়ামে উন্নত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। আগামী দিনে এই মিউজিয়াম ছাত্র-ছাত্রীদের গবেষণায় সাহায্য করবে বলেই মত প্রকাশ করছেন জেলা শাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + twenty =