দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটি গঠন নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর :: দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটি গঠন নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবারে খোদ জেলা প্রশাসনের তরফেই উস্কে উঠল নতুন বিতর্ক।

একই মেমো নম্বর ও তারিখে দুই আলাদা ব্যক্তিকে সম্পাদক উল্লেখ করে পাঠানো চিঠি নিয়ে কার্যত তোলপাড় বালুরঘাট। প্রশাসনিক অসাবধানতা না কি গভীর ষড়যন্ত্র? এই প্রশ্নেই সরগরম এখন গোটা জেলা।

বিতর্কের কেন্দ্রবিন্দু তৈরি হয় অতিরিক্ত জেলাশাসক সাধারনের জারি করা দুটি চিঠিকে ঘিরে। ১৮ ডিসেম্বর জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে জরুরি বৈঠকের জন্য পাঠানো এই চিঠির একটিতে সম্পাদক হিসাবে নাম রয়েছে বিদায়ী সম্পাদক অমিতাভ ঘোষের, আর অন্যটিতে সুজয় ঘোষের। অথচ দুটি চিঠির মেমো নম্বর ও তারিখ এক।

বিষয়টি সামনে আসতেই প্রশ্ন উঠেছে, সরকারি অফিসে কীভাবে এমন গুরুতর ভুল হতে পারে? যদিও জেলাশাসক বিজিন কৃষ্ণা এটিকে ক্লারিক্যাল মিসটেক বলে দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন। কিন্তু তাতে বিতর্কের আগুন নেভেনি।

জেলার সাধারণ মানুষ থেকে ক্রীড়াপ্রেমী মহল পর্যন্ত প্রশ্ন তুলছে— এটি কি প্রশাসনিক গাফিলতি, না উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র? দুই সম্পাদকের নাম নিয়ে জারি হওয়া চিঠি জেলা প্রশাসনের স্বচ্ছতা ও দক্ষতাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। দক্ষিন দিনাজপুরের এই বিতর্ক এখন জেলার সীমা ছাড়িয়ে রাজ্য রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =