দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখায় রেল দুর্ঘটনা – ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বিপর্যস্ত – বাতিল ২০টি ট্রেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: শনিবার ৯,আগস্ট :: টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহা বোঝাই একটি মালগাড়ি চান্ডিল স্টেশন থেকে কিছুটা এগিয়ে লাইনচুত্য হয়ে যায়। সেই সময় বিপরীত দিক থেকে যাচ্ছিল আরও একটি মালগাড়ি।

সেটি গিয়ে ধাক্কা মারে লাইনচ্যুত ওয়াগনগুলিতে। এই মুখোমুখি সংঘর্ষে দ্বিতীয় মালগাড়ির বেশ কয়েকটি ওয়াগনও উলটে যায়।

একসঙ্গে দু’টি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত খবর প্রায় ২০টিরও বেশি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। ঘটনায় রাঁচি-হাওড়া বন্দে ভারত-সহ বহু ট্রেন বাতিল করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছয় রেলের কর্মকর্তরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটির জন্য গাড়িটি উলটে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eleven =