দক্ষিণ বারাসতে শুরু হল সপ্তাহব্যাপী সংস্কৃতি মেলা। চলবে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা  :: শুক্রবার ২৯,ডিসেম্বর :: বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ নাটক, এক সময় নাটক চর্চা ছিল অন্য মাত্রায়| তবে স্মার্টফোনের যুগে নাটকের জনপ্রিয়তা ফিকে হতে বসেছে | আর সেই ধারাকে আজও অব্যাহত রেখে দক্ষিণ বারাসতে শুরু হল সপ্তাহব্যাপী সংস্কৃতি মেলা। চলবে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত |

এই মেলায় থাকছে বিশেষ আকর্ষন সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা, তার সাথে থাকছে বিজ্ঞান প্রদর্শনী, সহ জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্ম বর্ষ ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রয়াণ শতবর্ষ উপলক্ষে দক্ষিণ বারাসাত স্টুডেন্টস এন্ড ইয়ুথ কালচারাল ফোরামের পরিচালনায় দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য উচ্চ

বিদ্যালয় প্রাঙ্গণে সপ্তাহ ব্যাপী এই মেলায় থাকছে অংকন প্রতিযোগিতা, সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা, বিজ্ঞান প্রদর্শনী ,জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, মনীষীদের জীবন ও কীর্তি বিষয়ক প্রদর্শনী, সমবেত সংগীত, শিশু নাটক ও মহিলা নাটক, স্বাস্থ্য শিবির ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তবে আগামী বছর এই সাত দিনটাকে ১০ দিন করার চেষ্টা চলছে। তবে এই বছর আর্থিক অসুবিধার কারণে সেই সময় ৭ দিন রাখা হয়েছে | সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নাটকের দলগুলো এই নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে |

শুধু হাওড়া নয় বিরাটি, বারাসাত, বরাহনগর, হুগলির বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিরা এইবছর একাঙ্ক নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে | এইবারের প্রতিযোগিতায় ১০ টি নাটক পরিবেশিত হয়েছে । এ প্রসঙ্গে একাঙ্ক নাটকের এক সদস্য জানান ক্লাব সদস্যদের সাহায্য এবং কিছু বিজ্ঞাপনের মাধ্যমে এই একাঙ্ক নাটক প্রতিযোগিতা চলছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 9 =