সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর ঘেরি এলাকায় নদী বাঁধে ধ্বস নেমে এলাকায় জল ঢোকায় আতঙ্কিত এলাকার মানুষজন । যদিও ইতিমধ্যেই রিং বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে । সুতারবাক নদীর প্রায় দশ ফুট বাঁধ ধস নিয়ে রাতের অন্ধকারে এলাকায় জল ঢুকতে শুরু করে ।
আর এতেই নদীর ধারে থাকা মানুষজন আতঙ্কে জিনিসপত্র নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করে । অবশ্য ভাটা পড়ে যাওয়ায় সম্পূর্ণ এলাকা প্লাবিত হওয়ার হাত থেকে বেঁচে যায় । রাতেই এলাকার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ বিভিন্ন মানুষজন নদী বাঁধে চলে আসে। সকাল থেকে জোয়ারের আগে ড্রেজার মেশিন দিয়ে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে।