নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: চিটফান্ড মামলায় যখন রাজ্য রাজনীতির সরগরম। সেই মুহূর্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে হার্ডউড পয়েন্টে কোস্টাল এলাকায় দীর্ঘদিন ধরে রমরমে চলত জীবন জ্যোতি নামে একটি বেসরকারি লগ্নী সংস্থা। এলাকায় মানুষদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফুলেফে উঠেছিল জীবন জ্যোতি।
জীবন জ্যোতি নামে একটি বইও চালু করে দেবাশীষ মাইতি। দেবাশীষ মাইতি এলাকার ওই বেসরকারি লগ্নী সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর বলে দাবি করত। সাধারণ বাসিন্দাদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা নিয়ে বেশ ফুলে ফেঁপে উঠেছিল ব্যবসা। স্থানীয়দের অভিযোগ যখন ম্যাচুরিটি সময় আসে সেই সময় স্থানীয় বাসিন্দাদের মিথ্যা আশ্বাস দিতে থাকে দেবাশীষ।
দেবাশীষের বিরুদ্ধে বেশ কয়েক মাস আগে কাকদ্বীপে হারুড পয়েন্ট কোস্টাল থানায় লিখিত অভিযোগ করে গ্রামবাসীরা। কিন্তু কোনরকম সুরাহাও মেলে নি। টাকা ফেরাতে দাবিতে এবার বেসরকারি লগ্নী সংস্থার অফিসের সামনে বিক্ষোভ সামিল হয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, দ্রুত ওই প্রতারক দেবাশীষকে গ্রেফতার করুক পুলিশ প্রশাসন। এই ঘটনার পর থেকে এলাকা থেকে গা ঢাকা দিয়েছে দেবাশীষ মাইতি।
সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি খুব দ্রুতই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে। এই ঘটনার পর সুন্দরবনের কাকদ্বীপের খেটে খাওয়া মানুষের কষ্টের টাকা কবে ফেরত পাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন।