সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ১০,জানুয়ারি :: দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির হাড়ালে বাজি কারখানায় বিস্ফোরণ, গুরুতর জখম চার। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আহতদের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসা কেন্দ্রে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার চামপাহাটি হাড়ালে বাজি কারখানায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিল সেই সময় হঠাৎই বিস্ফোরণ ঘাটে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে এরপর খবর দেয়া হয় বারুইপুর পুলিশ জেলা পুলিশকে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর পুলিশ জেলা পুলিশ। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সঞ্জীব মন্ডল জানান, এটি বৈধ বাজি তৈরি করার কারখানা প্রতিদিনের মতনই এখানে শ্রমিকেরা কাজ করছিল হঠাৎ এই বিস্ফোরণ ঘাটে।
বিস্ফোরণের তীব্রতা ভেঙে পড়ে বাড়ির পাঁচিল। এই ঘটনায় চারজন আহত হয় আহতদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা ঘটিয়ে দেখছে পুলিশ এবং দমকলের আধিকারিকেরা।

