দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এবারে আটটি পরীক্ষা কেন্দ্র হয়েছে টেট পরীক্ষার্থীদের জন্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর  :: রবিবার ২৪,ডিসেম্বর :: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এবারে আটটি পরীক্ষা কেন্দ্র হয়েছে টেট পরীক্ষার্থীদের জন্য যার মধ্যে অন্যতম বারুইপুর হাই স্কুল যেখানে ৪০০ জন টেট পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে।

কোন রকম ইলেকট্রনিক্স গেজেট বা মেটালিক জিনিসপত্র নিয়ে ভিতরে প্রবেশে নিষেধাঙ্গা জারি করা হয়েছে। রয়েছে করা পুলিশি নিরাপত্তা । পরীক্ষার নিয়মাবলী — ★কোনরকম মোবাইল ফোন বা স্ক্যানার জাতীয় ব্লু-টুথ প্রযুক্তি রয়েছে এমন যন্ত্র নিয়ে ঢোকা যাবে না পরীক্ষা কেন্দ্রে।
★প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এডমিট নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।
★আজ রবিবার হলেও ১.৩০ টা র পরিবর্তে ২.৩৪টা মেট্রো চলবে। এছাড়াও রাজ্য পরিবহন দপ্তরের বাড়তি বাস থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
★কলকাতা পুলিশের পক্ষ থেকে আলাদা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে টেট পরীক্ষার্থীদের জন্য।
★এবছর আসন খালি ১১,৭৬৫ আসন। জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার্থী তিন লক্ষ ৯হাজার ৫৪ জন।
★সারা রাজ্যে ৭৭৩ টি পরীক্ষা কেন্দ্র। কলকাতায় রয়েছে পাঁচটি। চেতলা গার্লস যাদবপুর বিদ্যাপীঠ টাকি মাল্টিপারপাস বয়েজ স্কুল বাগবাজার মাল্টিপারপাস গালস এবং কুমার আশুতোষ ইনস্টিটিউশন।
★বারোটা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হলেও দশটার পর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =